• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

আহমদ ছফার স্মরণে বক্তৃতা সভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৬:৪৩ পিএম
আহমদ ছফার স্মরণে বক্তৃতা সভা

বরেণ্য লেখক আহমদ ছফা ছিলেন একজন জনবুদ্ধিজীবী ও সংগঠক। ষাটের দশক থেকে তার সাহিত্য জীবন শুরু। মাত্র ৫৮ বছর বয়সে এই কিংবদন্তির মৃত্যু হয়। এই ক্ষণজন্মা ব্যক্তিত্বের স্মরণে প্রতি বছর জুলাইয়ে অনুষ্ঠিত হয় ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা’।

এবারের এ আয়োজনে বক্তৃতার বিষয় ‘ছফার আঁকা সুলতানের মুখ’। এতে আলোচনা করবেন খ্যাতিমান নির্মাতা নূরুল আলম আতিক।  শনিবার (১৫ জুলাই) সকাল ১০.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হবে।  আলোচনায় উপস্থিত থাকবেন লেখক ও অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। আয়োজনে সংগীত পরিবেশন করবেন সানি জুবায়ের।  

আহমদ ছফা ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী এক সৃষ্টিশীল লেখক। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ ও শিশুসাহিত্যে তার অবদান উল্লেখযোগ্য। অনেক সাহিত্য সমালোচকের মতে, বাঙালি মুসলমান লেখকদের মধ্যে মীর মোশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের কাতারেই ছফার অবস্থান। সুবিধাবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ ও আদর্শনিষ্ঠতায় তিনি আজও স্মরণীয়।

Link copied!