• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

দেড়শ বছর বেশি কিছু চাওয়া নয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০১:৫৮ পিএম
দেড়শ বছর বেশি কিছু চাওয়া নয়

কিছু কিছু মানুষের দেড়শ দুইশ বছরের আয়ু দরকার খুব
হয়তো যাবে না তারা বাজারে দোকানে ঘাটে
হয়তো দীর্ঘ সময় বসে থাকবেন ঘরে চুপচাপ
বয়সের অভ্যাসের বশে হয়তো বকবক করবে খুব
কিংবা লাইব্রেরি কক্ষে বসে নতুন কিতাব কিছু পাঠ করে নেবে

অবসন্ন হাতে লিখে যাবে নতুন ইশতেহার 
নতুন স্বপ্নের গান কিছু লেখা হবে 
অথবা পার্টির সভাঘরে জ্বালাময়ী কণ্ঠে বিপ্লবের ঘোষণা জানাবে ফের
ছয় হলে তাড়াহুড়ো আর আটে দেরির ঝুঁকিও
অতএব সাতকেই বেছে নেবে স্বপ্নের নতুন ক্যালেন্ডার
লাল ঝাণ্ডাগুলো উড়তে উড়তে হাতুড়ির সাথে কাস্তে মিলিয়ে নেবে 

দেড়শ বছর বেশি কিছু চাওয়া নয়
বিপ্লবের জন্যে আজ পৃথিবী সকল শর্তপূরণ করেছে বটে 
নেই শুধু বিপ্লব স্পন্দিত সেই বুক সেই সুদৃঢ় চিবুক সেই উঁচানো আঙুল 
দেড়শ বছর যেন বেঁচে থাকে সে আঙুল স্বপ্নঘোরে

Link copied!