• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

২০২১ সালের ভাইরাল হওয়া ৫টি ফ্যাশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৬:৩২ পিএম
২০২১ সালের ভাইরাল হওয়া ৫টি ফ্যাশন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আপলোড করে নিজের আনন্দ ফলোয়ার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করেন ব্যবহারকারীরা। শুধু ঘোরাঘুরির ছবি বা ভিডিও আপলোড করেই ক্ষান্ত হন না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা নিজেদের ফ্যাশন আইডিয়াও সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন। এর মধ্যেই কিছু ফ্যাশন আইডিয়া ভাইরাল হয়ে আলোচনায় উঠে আসে। এই বছরও ব্যতিক্রম হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ফ্যাশন আইডিয়া। যেগুলো নেটিজনদের দৃষ্টি কেড়েছে। সেই সঙ্গে সেসব আইডিয়া নিয়ে হয়েছে মাতামাতি।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম টিকটক। ২০২১ সালে এই মাধ্যমে প্রকাশ পাওয়া ৫টি ফ্যাশন হ্যাক ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে এগুলো ট্রেন্ড হয়েছে এবং পেয়েছে জনপ্রিয়তা। টিকটক ও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ৫টি ফ্যাশন হ্যাক ভিডিও নিয়ে আলোচনা থাকছে এই বছরের সালতামামির আয়োজনে।

জিন্স ফিটিং বেল্ট হুপ
২০২১ সালের ফ্যাশন হ্যাকগুলোর মধ্যে অন্যতম একটি ছিল বেল্ট হুপ। ঢিলেঢালা জিন্স ফিট করতেই যত ঝামেলা। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ফ্রি সাইজের জিন্স বানায়। প্রতিটি প্রতিষ্ঠানই এখনো নিখুঁতভাবে মাপসই জিন্স তৈরি করার উপায় বের করতে পারেনি। তাই জিন্স কারও ফিট হয়, কারও হয় ঢিলেঢালা। ফিটিংসে কতই না চেষ্টা থাকে। এই বছর সোশ্যাল মিডিয়ায় জিন্স ফিটিংস নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হয়েছে, বোতামের পাশের হুপ ব্যবহার করে ঢিলেঢালা জিন্সকে ফিটিংস করা যায় কীভাবে। এতে বিব্রতকর অবস্থাতেও পড়তে হয় না। টিকটকের হান্নাহওয়ালিং প্রোফাইল থেকে শেয়ার করা হয় ভিডিওটি।

জুতার লেসিং
নতুন জোড়া স্নিকার্স কেনার পর আনন্দের শেষ নেই। কিন্তু এতে লেসিং করা না থাকলেই তো ঝামেলা। অনেকে এখনো জুতোতে লেসিং করতে পারেন না। তাদের জন্যই স্নিকার্সে লেসিং করার দ্রুত ও সহজ উপায়টি শেয়ার হয়েছে ইনস্টাগ্রাম ভিডিওতে। ব্রায়ানা সিনারোজ-নামক প্রোফাইলটিতে দেখা যায়, সাদা রঙের স্নিকার্সে দ্রুত লেসিং করে নিচ্ছে। দুটি ফিতা একসঙ্গে ধরে ডান-বাম পাশের ছিদ্র দিয়ে ঘুরিয়ে নিলেই দ্রুত হয়ে যাবে জুতোর লেসিং। ভিডিওর এই আইডিয়া নিশ্চিতভাবে অনেকের সময় বাঁচিয়েছে।

জিন্স রোল আপ
প্রতিদিনই আনরোলড জিন্স নিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ছেলেরা, নিজেকে ফ্যাশনেবল করে তুলতে জিন্সকে রোল আপ করে। বর্তমান সময়ে জিন্স রোলিং আপ বেশ ট্রেন্ডি ফ্যাশন। তবে জিন্স প্যান্টকে পারফেক্ট রোল আপ করা অনেকেই পারে না। সেই কারণেই জিন্স রোল আপ করা ভিডিও শেয়ার হলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টিকটকের হান্নাহওয়ালিং প্রোফাইল থেকেই শেয়ার হয় ভিডিওটি। এই বছর ভাইরাল হওয়া ফ্যাশন হ্যাকে দর্শকদের শিখিয়েছে, কীভাবে তাদের জিন্সগুলোকে নিখুঁতভাবে রোল আপ করা যাবে এবং তা দীর্ঘ সময়ের জন্য একইভাবে থাকবে।

বেল্ট হুপ উইথ রাবারবেন্ড
প্রত্যেকেই বেল্ট পরার পর বাড়তি অংশ নিয়ে বিপদে পড়েন। এটি কেটেও ফেলা যায় না। আবার কোথাও গুঁজেও নেওয়া যায় না। বেল্টগুলো ডেনিম জিন্সের সঙ্গে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। কিন্তু কোনোভাবেই তা ফিট হয় না। এই বছর বেল্ট হুপ করার সহজ ভিডিওটি ভাইরাল হয়েছে টিকটকে। কেরিনা ওয়াং নামক প্রোফাইল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কীভাবে হেয়ার ব্যান্ড দিয়ে অতিরিক্ত বেল্ট হুপ করা যায়। হেয়ার ব্যান্ডের মাধ্যমে বেল্টের শেষ প্রান্ত পর্যন্ত ফিট করে নেওয়া যায়, যা একটি চমত্কার আইডিয়া।

স্কার্ফ টু টপ
এই বছর ফ্যাশন আইডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে স্কার্ফ টু টপ হ্যাক। টিকটকের ক্লাসিয়েন্ড কো প্রোফাইল থেকে শেয়ার হওয়া ভিডিওটি চমত্কারভাবে উপস্থাপন করেছে কীভাবে স্কার্ফ পেঁচিয়ে টপ বানিয়ে পরা যায়। ২০২১ সালের ভাইরাল এই ভিডিওটি ফেলে রাখা পুরোনো স্কার্ফকে পুনরায় ব্যবহার করার ধারণা দিয়েছে। সিল্ক স্কার্ফকে একটি স্কার্টের টপ বানিয়ে পরা যেতে পারে সহজেই। এই ধারণা সম্ভবত আগে কেউ কখনো ভাবেনি। টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ভিডিওটি দেখে স্কার্ফ টু টপের হ্যাকটি চেষ্টা করেছেন এবং ফলাফল দেখে হতবাকও হয়েছেন। ভিডিওটিতে দেখা যায়, স্কার্ফের প্রান্তগুলোকে হাতা হিসেবে ব্যবহার করে হাতের পেছনে থেকে পেঁচিয়ে সামনে আনা হয়। টাইট করে প্রান্তগুলো আবারও পিঠের কাছে বেঁধে দেওয়া হয়। এই স্কার্ফ কখনো কখনো বিভিন্ন উপায়েও পরা যায়। ব্যান্ডিং স্কার্ফ দিয়ে টপ বানিয়ে পরতে এখন অনেকেই আগ্রহী হয়ে উঠছে।

সূত্র: ইনস্টাইল ডটকম

Link copied!