১৪ জানুয়ারি শুক্রবার মকরসংক্রান্তি। সারা দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দিনটি। হিন্দুধর্ম অনুযায়ী, নতুন বছরের প্রথম উত্সব হলো মকরসংক্রান্তি। এই দিনটি হচ্ছে প্রথম ফসল রোপণ করার উত্সব। এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। অর্থাৎ শীতের শেষের সূচনা হচ্ছে এই দিনে। সব মিলিয়ে শস্য এবং সূর্যের পুজোর দিন এটি।
মকরসংক্রান্তির কিছু কথা
হিন্দু পুরাণ মতে, অযোধ্যার ঈক্ষাকু বংশের রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র। তিনি ঘোড়াগুলো গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের পেছনে লুকিয়ে রাখেন। সেই ঘোড়া খুঁজতে গিয়েই কপিল মুনির রোষে পড়ে ভস্মীভূত হয়েছিলেন সাগর রাজের ষাট হাজার ছেলে। তাদের উদ্ধারে সগরের নাতি ভগীরথ কপিল মুনির নির্দেশ মতো স্বর্গ থেকে গঙ্গাকে মর্ত্যে নিয়ে আসেন। গঙ্গা শিবের জটা থেকে বেরিয়ে পৃথিবীতে প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছায়। এরপর সাগরে মিলে যায়। সেই দিনটিই ছিল মকরসংক্রান্তি।
এই দিনে সংক্রান্তি দেবী নাকি শঙ্করাসুর নামের দানবকে বধ করেন। মহাভারতেও এই দিনটির কথা উল্লেখ রয়েছে। যেখানে বলা হয়, এই দিনে ভীষ্ম ইচ্ছামৃত্যু বরণ করেন। পুরাণে সূর্যদেবতার কথা উল্লেখ করে বলা হয়, এই দিনই নাকি সূর্যদেবতা শনির গৃহে এক মাসের জন্য ঘুরতে যান।
হিন্দুদের বিশ্বাস মতে, এই দিনটিতে অশুভ শক্তির শেষ হয়ে শুভ শক্তির সূচনা হয়। এছাড়া নতুন ফসল ঘরে তোলার সূচনা হয় এ দিনই। বাঙালি বাড়িতে এদিন পৌষ পার্বণ পালন করা হয়।
এ দিনটিতে নিজের গৃহে রাত্রিবাসের নিয়ম রয়েছে। অনেক বাঙালিই সে নিয়ম মানেন। পৌষ পার্বণ পালনে পিঠাপুলির আয়োজনে থাকে ঘরে ঘরে।
মকরসংক্রান্তির পূজা
মকরসংক্রান্তি শুরুর আগ থেকেই বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পূজার আয়োজন করতে হয়। বাড়ির প্রাঙ্গণজুড়ে আলপনা দিয়ে সাজানো হয়। সেই সঙ্গে ঘরের প্রবেশদ্বারে রাখা হয় ফুলের মালা ও আমপাতা।
সংক্রান্তির দিন সকালে বাড়ির সদস্যরা গায়ে তেল মেখে গোসল করেন। সূর্যদেবতার ছবি বা মূর্তি পূজার ঘরে রাখা হয়। মকরসংক্রান্তি পুজোর প্রয়োজনীয় উপকরণ ফুল, নারকেল, প্রদীপ, গঙ্গাজল, সুপারি, চাল ধোওয়া পানিতে গোলা হলুদ, তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং আখের ব্যবস্থা করতে হয়।
কোনো ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খাওয়ান অনেক হিন্দু ধর্মপ্রাণরা। এরপর সেই ব্রাহ্মণকে প্রয়োজনীয় কোনো জিনিস দান করেন।
মকরসংক্রান্তির দিন যা করবেন না
- সকালে মকরসংক্রান্তির পূজা করার আগে ভগবানের উদ্দেশে কিছু খাবার দিন। এরপর অন্যরা খাবার খাবেন। ভুলেও ভগবানকে খাবার না দিয়ে কিছু খাবেন না।
- মকরসংক্রান্তির দিন বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা করবেন না। এই দিন দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। কোথাও গেলেও কিন্তু নিজের বাড়িতে ফিরে আসা উচিত। কথিত আছে, প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনও দিন ফিরে আসেননি। সেই থেকে এই যাত্রা না করার প্রচলন।
- এই দিনে বাড়িতে নিরামিষ রান্না করুন। আমিষ কিছু রান্না করবেন না।
- কারও সঙ্গে বিবাদে করবেন না। আচার ব্যবহারে বাড়ির বড়দের মনে কষ্ট দেবেন না।
- এই দিন দান করার চেষ্টা করবেন। বাড়িতে কোনো গরিব, দুঃখী এলে তাকে খালি হাতে ফেরাবেন না।