• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফ্যানের পাখা পরিষ্কার করুন সহজেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৬:১৪ পিএম
ফ্যানের পাখা পরিষ্কার করুন সহজেই

প্রচণ্ড গরম। ঘরে বসে থেকেও বাতাস পাওয়া যাচ্ছে না। ফ্যান ঘুরছে। সেটাও গরম হাওয়া দিচ্ছে। এর কারণ কী জানেন? নিশ্চয়ই ফ্যানের পাখায় ময়লা জমেছে। ব্যস্ততায় ফ্যানের দিকে তাকানোর সময়ই পাননি হয়তো। ঘরের আসবাবপত্র, চারকোণা সবই পরিস্কার করছেন। কিন্তু ফ্যান পরিস্কারের কথা ভুলে যাচ্ছেন। এই জন্যই ভ্যাপসা গরমে পাখায় ময়লা জমে হাওয়া ঠিকমতো দিচ্ছে না।

ঘর পরিস্কারের সময় তাই একসঙ্গেই পাখাও মুছে নেওয়া জরুরি। নয়তো পাখা থেকে ধুলো ময়লা বিছানা, ফার্নিচারে পড়ে আরও ময়লা করে দেয়। কীভাবে ফ্যানের পাখা সহজে পরিষ্কার করবেন তা জানাব আজকের এই আয়োজনে_

শুকনো কাপড়

শুকনো কাপড় দিয়ে ফ্যানের পাখা পরিস্কার করে নিন। প্রতিদিন ঘর পরিস্কারের সময় শুকনো কাপড় দিয়ে পাখা পরিস্কার করে নিতে পারেন। ময়লাগুলো একসঙ্গে মুছে হাতে চেপে নিন। তাহলে ময়লা ছড়িয়ে পড়বে না।

সাবান জল

সাবানের পানি দিয়ে পাখা পরিষ্কার করে নিন। অবশ্যই বাড়ির বৈদ্যুতিক লাইন বন্ধ করে নিবেন। শুকনো কাপড়ে পাখার ব্লেডগুলো পরিষ্কার করুন। এরপর পানিতে সামান্য সাবান মিশিয়ে কাপড় দিয়ে পরিস্কার করে নিন। কাপড়টি হালকাভাবে নিঙড়ে ব্লেডগুলো মুছে নিন। শুকানো না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে ফ্যান ছেড়ে নিতে পারেন।

বালিশের কভার

বাড়িতে পুরনো বালিশের কভার আছে কি? থাকলে এটিকে কাজে লাগান। সিন্থেটিক বালিশের কভার হলে ভালো হয়। এটি পাখার ব্লেডে লাগিয়ে নিতে হবে। কভারটি ধরে ব্লেডের বাইরের দিকে টানুন। পাখার ব্লেডে থাকা ময়লা বালিশের কভারের মধ্যে চলে আসবে। বালিশের কভারটি সাবান পানিতে মিশিয়েও নিতে পারেন। পাখা আরও ভালো পরিস্কার হবে।

Link copied!