গরমকালে মানুষের মতো পোষ্য প্রাণীরও কষ্ট হয়। প্রচণ্ড গরমে তাদেরও পিপাসা পায়। কিন্তু বলার উপায় থাকে না তাদের। মালিক হয়তো পোষ্যের ভাষা বুঝতে পারেন। চাওয়ার আগেই তাই খাবার আর পানির ব্যবস্থা করেন। কিন্তু প্রচণ্ড গরমে প্রিয় পোষ্যের প্রতি বাড়তি নজর দিতে হবে।
গরমকালে প্রিয় পোষ্যের যত্নে যা করবেন তা নিয়ে থাকছে আজকের আয়োজন_
- পোষ্য প্রাণীরা বাড়ি ও বাড়ির বাইরে ছুটাছুটি করে সারাদিন। গরম কালে প্রচণ্ড রোদে তাদের বাড়ির ভেতরেই রাখুন। বাড়ির দরজা বন্ধ রাখুন। যেন তারা বাইরে যেতে না পারেন। জানালা খোলা রাখুন। বাতাসে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকবে। তাছাড়া গরমে ছোটাছুটি করলে হৃদ্যন্ত্রের সমস্যাও হবে।
- বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখুন। পোষ্য প্রাণীর থাকার ঘরটিতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন।
- গরমকালে পোষ্য প্রাণীর ডিহাইড্রেশন হতে পারে। তাদেরকে বিশুদ্ধ ও ঠান্ডা পানি খাওয়াতে হবে। শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করবে। বাড়ির বিভিন্ন প্রান্তে একাধিক পাত্রে পানি রেখে দিন। যেখানেই তেষ্টা পাবে পোষ্য প্রাণী নিজেই পানি খেয়ে নিবে।
- পোষ্য প্রাণীর গায়ের লোম বেশি থাকলে তা কাটবেন না। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।
- পোষ্যের শুয়ে থাকার স্থানটিও আরামদায়ক হতে হবে। গরম বেশি থাকলে ভেজা তোয়ালে বিছিয়ে পোষ্যকে শুয়িয়ে রাখুন।
- এই গরমে পোষ্যকে নিয়মিত গোসল করান। বেশি গরম হলে একাধিকবারও গোসল করাতে পারেন। গোসলের পানি যত ঠাণ্ডা হবে পোষ্য প্রাণী ততই আরাম পাবে।
- শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার খাওয়াবেন আপনার পোষ্যকে। তারা আরামে থাকলেই ছুটাছুটি কম করবে।