• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিশুর খেলনা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০২:৫৮ পিএম
শিশুর খেলনা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

শিশুর হাতে খেলনা থাকবে না, এটা হয় না। আগেরকার সময়ের তুলনায় এখনকার খেলনার পরিমাণ ও বিষয়বস্তুতে অনেক পরিবর্তন এসেছে। বৈচিত্র্যও বেড়েছে বৈকি। শিশুরাও তাদের আগ্রহের তুঙ্গে রেখেছে সেসব খেলনাকে। কিন্তু কথা হলো, তাদের আমরা যত আকর্ষণীয় খেলনা হাতে ধরিয়ে দেব, তারা ততই আকৃষ্ট হবে। এবং এটাই স্বাভাবিক। তবে যদি এমন হয় যে, যে খেলনাগুলো তাদের হাতে দেওয়া হবে, সেগুলো তাদের মানসিক বিকাশের হাতিয়ার হবে এবং শিক্ষার মাধ্যম হবে। তাহলে কেমন হয়? আসলে পুতুল থেকে শুরু করে ছোট্ট রান্নাঘরের সেটগুলো শিশুদের যুক্তি, সৃজনশীলতা এবং অনুভূতিকে প্রভাবিত করে। ফলে কিছু বিষয় বিবেচনায় না রেখে খেলনা কিনলে শিশুর ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক শিশুকে কেমন খেলনা কিনে দেবেন।

  • অসংখ্য খেলনা কেনার পরিবর্তে শিশুর আগ্রহ এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খেলনা কিনে দেওয়া উচিত। অতিরিক্ত খেলনা শিশুকে আরও অস্থির ও দ্বিধান্বিত করে তুলবে।
  • শিক্ষামূলক খেলনা কিনে দিতে পারেন শিশুকে। শেখার প্রতি ভালোবাসা বাড়ায় এ ধরনের খেলনা।
  • শিশুর বয়স এবং বিকাশের উপযোগী খেলনা বাছাই করা সব সময় গুরুত্বপূর্ণ। ট্রেন্ডি খেলনা কিনে দিতে হবে, এমন নয়। বয়সের উপযুক্ত খেলনা শিশুকে আত্মবিশ্বাস বাড়ায় এবং দীর্ঘ সময়ের জন্য ব্যস্ত রাখে শিশুকে।
  • শিশু যদি একদম ছোট হয় তবে ছোট ছোট পার্ট আছে এমন খেলনা দেবেন না। এ ধরনের খেলনা শিশু মুখে দিয়ে দিতে পারে।
  • খেলনা যেন ক্ষতিকারক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখুন।
  • শিশুর কান সংবেদনশীল, ফলে উচ্চ ডেসিবেল শব্দ তাদের শ্রবণশক্তির জন্য ক্ষতিকর। তাই উচ্চ শব্দের খেলনা শিশুর জন্য না কেনা ভালো।
Link copied!