• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

স্বামীর কাছে যেসব বিষয় লুকিয়ে রাখেন স্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০১:৩৮ পিএম
স্বামীর কাছে যেসব বিষয় লুকিয়ে রাখেন স্ত্রী

স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক স্বচ্ছতা থাকা প্রয়োজন। তাই দুজনেই মনের কথাগুলো দুজনকে শেয়ার করে থাকেন বেশির ভাগ দম্পতি। বিশেষজ্ঞদের মতে, স্বামীর কাছে স্ত্রীরা প্রায় সব কথাই বলেন। কিন্তু তারপরও কিছু কথা রেখে দেয় তাদের মস্তিষ্কের ভেতরেই। এই বিষয়গুলো নিয়ে তারা কারও কাছে মুখ খুলতে নারাজ। চলুন জেনে নেওয়া যাক সে কথাগুলো কী কী।

পুরোনো গাঢ় সম্পর্ক​
সবার জীবনেই অতীত থাকে। তবে কারও কারও কাছে অতীত একটা অন্ধকার অধ্যায় হিসেবেও স্থান পায়। বিশেষত, কোনো প্রেমের কাহিনি যখন পূর্ণতা না পায়, তখন নারীদের জীবনে বড়সড় বদল আসে। তারা তা যত শিগগিরই সম্ভব ভুলে যেতে চান। তাই তারা বিয়ের পর পুরোনো সম্পর্ক নিয়ে কথাবার্তা চেপে যেতে চান স্বামীর কাছে। তাদের ভয় থাকে, স্বামী বিষয়টি জানলে সমস্যা হতে পারে।

জমানো টাকা
নারীরা উদারহস্ত হলেও বিশেষ কিছু ক্ষেত্রে হাত সংকুচিত করে রাখেন তারা।  হোক সংসারের দুঃসময়ে সেটি কাজে লাগানো অথবা বড় কোনো স্বপ্ন বা বিপদে ব্যবহার করার উদ্দেশ্যে খুব গোপনে জমিয়ে রাখা টাকা স্বামীকে জানাতে চান না।

নিজের পরিবারের কোনো সমস্যা
মানুষ মাত্রই কিছু না কিছু সমস্যা থাকবে। তবে স্ত্রীরা যতটা সম্ভব সেই সমস্যার কথা চেপে যাওয়ার চেষ্টা করেন। বিশেষত, নিজের বাপের বাড়ির কোনো জটিল সমস্যা সহজে তারা স্বামীর কাছে বলতে চান না। তারা বহু চেষ্টা করেন সেই সত্যটাকে চেপে রাখার। তবে সময়ের নিয়মে সেই কথা অনেক সময় বেরিয়ে আসে।

​বান্ধবীদের মুখ বন্ধ​
স্ত্রীরা নিজেদের বান্ধবীদের কথা সাধারণত স্বামীর সামনে বলতে চান না। এমনকি তারা কোনো সমবয়সী নারীর কথাই স্বামীর কাছে বলতে চান না। হয়তো তাদের মনে সম্পর্ক নিয়ে কোনো অনিশ্চয়তা কাজ করে। তাই তারা নিজের কাছের বান্ধবীদের সম্পর্কেও স্বামীর সঙ্গে কথা বলতে চান না। যতটা পারেন নিজের মুখ বন্ধ রাখার চেষ্টা করেন।

কোনো বড় ভুল​
যে কারও ভুল হতে পারে। এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। তবে স্ত্রীরা বড় কোনো ভুলের কথা স্বামীর সামনে আনতে চান না। হয়তো তারা ভাবেন সম্পর্কে এর গুরুতর প্রভাব পড়তে পারে। তাই তারা নিজের ভুলের কথা এড়িয়ে যান। আর ভুলের আকার বড় হলে তো তারা তা এই বিষয়টিকে গোপনে রেখে দেওয়ার ১০০ শতাংশ চেষ্টা করেন।

Link copied!