• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

জীবন্ত শামুক ও সাপ দিয়ে ফেশিয়াল!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০১:০১ পিএম
জীবন্ত শামুক ও সাপ দিয়ে ফেশিয়াল!

ওয়াক্সিং থেকে থ্রেডিং, ক্লিনআপ থেকে ব্লিচ— সুন্দর হওয়ার জন্য যন্ত্রণাও সহ্য করতে হয় কখনো কখনো। বিশ্বের বিভিন্ন প্রান্তে রূপচর্চার সময়ে এমন কিছু ট্রিটমেন্ট করানো হয়, যা বিষ্ময়কর। জেনে নিন ত্বকের জেল্লা ফেরাতে দেশ-বিদেশে কোন কোন অদ্ভুত ট্রিটমেন্ট আদতে বেশ জনপ্রিয়।

স্নেল ফেশিয়াল
স্নেল ফেশিয়াল করার সময়ে মুখে জীবন্ত শামুক ছেড়ে দেওয়া হয়। শামুক যে শ্লেষ্মার ক্ষরণ করে, তা বলিরেখা কমাতে এবং ত্বককে টানটান করতে সাহায্য করে। এ ছাড়া, শামুক অ্যান্টি-অক্সিড্যান্ট এবং হায়ালুরোনিক অ্যাসিডে সমৃদ্ধ স্লাইম নিঃসরণ করে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং পুষ্টি জোগায়। যৌবন ধরে রাখতে এই ফেশিয়াল বেশ জনপ্রিয়।

স্নেক মাসাজ
সাপ শরীরের বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করলে ক্লান্তি দূর হয়, শরীরে রক্তসঞ্চালনের হার বাড়ে। ইন্দোনেশিয়া, ফিলিপিন্‌স, ব্রাজ়িল, রাশিয়ায় এই মাসাজ বেশ পরিচিত।

স্ল্যাপ ফেশিয়াল
কোরিয়ায় স্ল্যাপ ফেশিয়াল বেশ জনপ্রিয়। সাধারণ ফেশিয়াল করার পর গ্রাহকের মুখে ৫০টি চড় বসানো হয় সে দেশে। চড় মারলে নাকি ত্বকে রক্তসঞ্চালন ভাল হয়, পেশিও মজবুত হয়।

ফিশ পেডিকিয়োর
মাছভর্তি ছোট পুলে গ্রাহককে পা ডুবিয়ে রাখতে বলা হয়। মাছগুলি পায়ের পাতার সামনে জড়ো হয়ে পাতার মৃতকোষগুলি খেয়ে ফেলে। ফলে পায়ের পাতা নরম হয়, পরিষ্কার দেখায়। এই পেডিকিয়োর অনেক বেশি আরামদায়ক।

Link copied!