• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৭২ জন নিয়োগের সুপারিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০১:১৫ পিএম
ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৭২ জন নিয়োগের সুপারিশ
ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৭২ জন নিয়োগের সুপারিশ। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সেসিপ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৮ জন প্রার্থীর মধ্য থেকে ৭২ জন প্রার্থীকে ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) এনটিআরসিএর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৭৬ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি। সুপারিশকৃত ৭২ প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। 
ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে শূন্য পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছিল। 

Link copied!