• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

এনটিআরসিএর চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল মার্চে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৯:৫১ এএম
এনটিআরসিএর চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল মার্চে

এনটিআরসিএর চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল চলতি মাসের শেষে অথবা মার্চে শুরুতে প্রকাশিত হবে বলে জানা গেছে। এবার স্কুল কলেজ মিলিয়ে ৬৮ হাজার ৩৯০ পোস্টের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখের বেশি।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, মামলাসংক্রান্ত জটিলতা কিছু আছে। সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। এনটিআরসিএ চাইছে চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফল প্রকাশ করতে। তবে কোন দিন ফল প্রকাশিত হবে, তা নির্দিষ্ট হয়নি।

গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৩৬ হাজার ৮৮২টি।

এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল।

চাকরি চাই বিভাগের আরো খবর

Link copied!