বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬২৬ জন। রোববার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৭ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের জন্য গত ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, এবার ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে।
ফল দেখতে এই লিংকে ক্লিক করুন।