• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার পদের বাছাই পরীক্ষায় ১৮২ জন উত্তীর্ণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০১:০৪ পিএম
ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার পদের বাছাই পরীক্ষায় ১৮২ জন উত্তীর্ণ
ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার পদের বাছাই পরীক্ষায় ১৮২ জন উত্তীর্ণ। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১২তম গ্রেডের ‘স্টাফ অফিসার’ পদের বাছাই পরীক্ষায় মোট ১৮২ জন উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ ফল জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টাফ অফিসার’ (গ্রেড-১২) পদে জনবল নিয়োগে ২০২২ সালের ২৯ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৩ সালের ২৬ অক্টোবর বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১৮২ জন সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

এ্রতে আরও বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনও সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনও শর্তের উল্লেখযোগ্য গুরুতর ঘাটতি দেখা গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাছাই পরীক্ষার ফল দেখতে এই লিংকে ক্লিক করুন। 

Link copied!