• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

৬ কোটি বছর আগের অক্ষত ডাইনোসরের ভ্রূণ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৮:০২ পিএম
৬ কোটি বছর আগের অক্ষত ডাইনোসরের ভ্রূণ!

সবচেয়ে সুরক্ষিত অবস্থায় ডাইনোসোরের একটি ভ্রূণ খুঁজে পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। দক্ষিণ চীনের গানঝউ শহর থেকে উদ্ধার করা জীবাশ্মটি অন্তত ছয় কোটি ৬০ লক্ষ বছরের পুরনো।

বিবিসি জানায়, মুরগির বাচ্চার ডিম ফুটে জন্ম নেবার আগে ঠিক যে অবস্থানে থাকে এই ভ্রূণটিও একই পর্যায়ে ছিল। ধারণা করা হচ্ছে, এটি দাঁতবিহীন থেরোপোড অথবা ওভিরাপ্টোরোসোর প্রজাতির ডাইনোসোরের ডিম। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন বেবি ইংলিয়াং।

গবেষকরা বলছেন, এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অক্ষত অবস্থায় থাকা ডাইনোসোর ভ্রূণের জীবাশ্ম। ডাইনোসোরের সঙ্গে আধুনিক প্রজাতির পাখির কতটা মিল রয়েছে তা এই জীবাশ্ম থেকেই জানা যাবে এমনটাই দাবি তাদের।

চীনের বিজ্ঞানীরা এই ভ্রুনের সঙ্গে তুলনা করে বলছেন, আধুনিক যুগের পাখির পূর্বপুরুষ ছিল ওভিরাপ্টোরোসোরস প্রজাতির এই ডাইনোসরটি। ছয় কোটি ৬০ লক্ষ থেকে ১০ কোটি বছর আগে বর্তমান এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশে পাখির মত পালকে আবৃত এই ডাইনোসোরের বসবাস ছিল।

২০০০ সালে প্রথম ডিমটির সন্ধান পাওয়া যায়। তবে এতদিন এটি চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্ট্রি মিউজিয়ামে রাখা ছিল। সম্প্রতি যাদুঘর সংস্কারের কাজ সময় গবেষকরদের নজরে আসে মূল্যবান ডাইনোসোরের ডিমের এই জীবাশ্মটি।

তারা ধারণা করেন ডিমটির ভেতরে ভ্রূণও থাকতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির স্ক্যানার ব্যবহার করে এর পূর্ণাঙ্গ কঙ্কালের ছবি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

মাথা থেকে লেজ বেবি ইংলিয়াং-এর দৈর্ঘ্য পর্যন্ত ১০ দশমিক ৬ ইঞ্চি। এটি ছয় দশমিক সাত ইঞ্চি লম্বা একটি ডিমের মধ্যে গুটিয়ে রয়েছে। গবেষকরা মনে করছেন ভূমিধসের কারণে মাটি চাপা পড়ায় অন্যান্য প্রাণী ডিমটি খেয়ে ফেলতে পারেনি।

Link copied!