• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রুশ হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৬:০২ পিএম
রুশ হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে চলমান রুশ সেনাবাহিনীর অভিযানে শেলিং হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় জানান, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে খারকিভে বিস্ফোরণের ফলে একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

ভারতীয়দের ইতিমধ্যেই সুরক্ষিতভাবে ইউক্রেন থেকে বাইরে বের করে আনার দাবি জানিয়েছে দিল্লি। ভারতের তরফ থেকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে এখনও প্রায় হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী আটকে পড়েছেন।

জানা গেছে, নিহত ওই শিক্ষার্থী ভারতের উত্তর কর্নাটকের বাসিন্দা। তার নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। এর ফলেই তার মৃত্যু হয়।

রুশ হামলার ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই হামলার একটু পরেই একাধিক মৃত্যুর খবর দিয়েছে ইউক্রেন প্রশাসন।

তাদের দাবি, চার দিক থেকে ইউক্রেনকে আক্রমণ করা রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলোতে। একে একে সরকারি ভবনে হামলা করছে রুশ সেনারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Link copied!