• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত, আতঙ্কে লাফিয়ে পড়ে আহত অনেকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০১:৫১ পিএম
৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত, আতঙ্কে লাফিয়ে পড়ে আহত অনেকে
প্রতীকী ছবি

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের উপকূলীয় অঞ্চলে। এ সময় অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরের জানালা ও বারান্দা থেকে লাফ দিয়েছেন। এতে অনেকেই আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর এক কিশোরীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সোমবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। আর এর কেন্দ্রস্থল ছিল ভূমধ্যসাগরে মারমারিসের অবকাশযাপন কেন্দ্রের কাছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রিক দ্বীপ রোডসসহ আশপাশের বাসিন্দারা জানান, ভূমিকম্পের ঝাঁকুনিতে তাদের ঘুম ভেঙে যায়। তারপর তারা খুব আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে জানালা দিয়ে লাফ দিয়ে বের হওয়ার সময় আহত হয়েছেন।


তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, আহত অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।


স্বল্পমাত্রার এই ভূমিকম্পে কোথাও কোনো ভবনধসের খবর পাওয়া যায়নি। তুরস্ক ফল্ট লাইনের ওপরে থাকায় মাঝে মাঝেই সেখানে ভূমিকম্প হয়।

এর আগে ২০২৩ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ওই ভূমিকম্পে লাখ লাখ ভবন বিধ্বস্ত হয়েছিল। এ ছাড়া প্রতিবেশী দেশ সিরিয়ার উত্তরাঞ্চলেও অন্তত ৬ হাজার মানুষ মারা গেছেন।

Link copied!