• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০২:২২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডিলেন আলব্রাইট মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আলব্রাইটের পরিবাররে পক্ষ থেকে জানানো হয়, “তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবার ও বন্ধুবান্ধবে পরিবেষ্টিত ছিলেন আলব্রাইট। আমরা একজন স্নেহময়ী মা, একজন দাদি, একজন বোন, একজন চাচি, খালা, ফুফু ও একজন বন্ধুকে হারলাম।”

মেডিলেন আলব্রাইটের জন্ম চেকস্লোভাকিয়া। নাৎসি বাহিনীর নিপীড়ন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বিল ক্লিন্টন সরকারের আমলে ৪ বছর প্রশাসনিক দায়িত্ব পালন করেন আলব্রাইট। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় ‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিতি পান আলব্রাট। কসভোয় জাতিগত দমন অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মেডিলেন আলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বলেন, “জনগণের সেবায় কিছু নেতা সময়ের সঙ্গে উপযুক্ত ছিলেন। তাদের মধ্যে আলব্রাইট একজন।”

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেন্টবার্গ বলেন, “আলব্রাইট ছিলেন স্বাধীনতার জন্য শক্তি। তিনি ন্যাটোর স্পষ্টভাষী বিজয়ী।”

১৯৩৭ সালে তৎকালীন চেকস্লোভাকিয়ার প্রাগে জন্ম হয় অলব্রাইটের। তার বাবা ছিলেন একজন কূটনীতিক। ১৯৩৯ সালে নাৎসিরা চেকস্লোভাকিয়া দখলের পর ১৯৪৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগেই হোয়াইট হাউজে কাজ শুরু করেন মেডেলিন অলব্রাইট। জিমি কার্টারের আমলে হোয়াইট হাউজে যোগ দিয়ে পরে ভাইস প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয় মেডেলিন অলব্রাইটকে। পরে পররাষ্ট্রমন্ত্রী করা হয় তাকে।

Link copied!