আবারও ভারতের দিল্লির কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দুই দফায় দিল্লির স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) দিল্লির অন্তত ৬টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও কেমব্রিজ স্কুল অন্যতম।
বোমা হামলার হুমকির পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠাতে অভিভাবকদের জানায় স্কুল কর্তৃপক্ষ।
এদিকে খবর পেয়ে স্কুলগুলোতে পৌঁছে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসও। তবে এখন পর্যন্ত তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এর আগে গত ৯ ডিসেম্বরে দিল্লির কয়েকটি বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করে।
তারও আগে গত এপ্রিলে কলকাতার বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। প্রাথমিক তদন্তের পর এসব হুমকি ভুয়া বলে দাবি করে পুলিশ।