ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক সময় ৫০-৬০ হাজার দর্শক মোহামেডান স্পোর্টিং ও আবাহনী লিমিটেডের ফুটবল দ্বৈরথ উপভোগ করতে ছুটে আসতো। তেমনটা না হলেও কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার দর্শক এই দুই দলের চলতি মৌসুমের প্রথম খেলা উপভোগ করলো যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জয় পেল মোহামেডান।
প্রথমার্ধের ইনজুরি সময়ে সোলেমান দিয়াবাত মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন।
শনিবার উভয় দলের হোমভেন্যু কুমিল্লায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হয় মোহামেডান ও আবাহনী। ঐতিহ্যবাহী এই লড়াইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তীব্র আক্রমণ ও পাল্টা আক্রমণ লক্ষ্য করা গেছে।
এবারের মৌসুমে ভালো শুরু করতে পারেনি মোহামেডান। চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছিল সাদা-কালোরা। তবে ৬ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে কিংসকে হারিয়ে প্রতিশোধ নেয় মোহামেডান। দশজনের দল নিয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে তারা। এর আগে মৌসুমের উদ্বোধনী ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে সাদা-কালোরা বিধ্বস্ত করেছে ৬-০ গোলে।
অন্যদিকে আবাহনী লিগের প্রথম ম্যাচে ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাবকে হারিয়েছে ২-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে বিপক্ষে জিতেছে ১-০ গোলে।
তিন ম্যাচের সবগুলোতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে মোহামেডান। তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ঢাকা আবাহনী। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে রহমতগঞ্জ।
দুর্দান্ত ফর্মে থাকা মোহামেডানকে হারাতে পারলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যেত আবাহনী।
শনিবার মাঠে নামবে বসুন্ধরা কিংসও। বিকেল সাড়ে ৫টায় টেবিলের ছয়ে থাকা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ।