• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ব্রিসবেনে প্রথম দিন বৃষ্টির কবলে, বাকি দিনগুলোর আবহাওয়া কেমন থাকবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:১০ পিএম
ব্রিসবেনে প্রথম দিন বৃষ্টির কবলে, বাকি দিনগুলোর আবহাওয়া কেমন থাকবে
বৃষ্টিতে ব্রিসবেন স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত

ভারত ও অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের প্রথম দিনের খেলার প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। দু’টিরও বেশি সেশনে একটি বলও খেলা হয়নি। এখন বৃষ্টি নিয়েই চিন্তিত দুই দলের খেলোয়াড় ও দর্শকরা।

আবহাওয়া সংক্রান্ত এক ওয়েবসাইটের দাবি, রোববার দ্বিতীয় দিন ব্রিসবেন শুকনো থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র আট শতাংশ। তবে সারা দিনই আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি আবার ফিরতে পারে সোমবারে। সে দিন ৬৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯০ মিনিট বৃষ্টি হতে পারে। বাকি সময়ে আকাশে রোদ দেখতে পাওয়ার সম্ভাবনা। চতুর্থ দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সে দিন ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দিন বৃষ্টি হতে পারে ৫৬ শতাংশ।

অর্থাৎ যা পূর্বাভাস, তাতে ম্যাচের প্রতি দিনই কোনো না কোনো সময় বৃষ্টি হতে পারে। ক্রিকেট বিশেষজ্ঞেরা মনে করছেন, বৃষ্টির দাপটের কারণে এই ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা কম।

শনিবার ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই বৃষ্টি নামে। সেই সময় আধ ঘণ্টা খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হয়। তখন আকাশ দীপ বেশ ভালো বল করছিলেন। ৩৫ মিনিট পর আবার নামে বৃষ্টি। তারপর আর খেলা শুরু করা যায়নি।

Link copied!