পশ্চিমবঙ্গের নদিয়ায় জেলা প্রশাসকের অফিসে রহস্যজনকভাবে মারা গেছেন এক সরকারি কর্মকর্তা। ভবনের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তার।
আত্মহত্যার আশঙ্কা করা হলেও সে বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। কীভাবে তিনি নিচে পড়েছেন সেই প্রশ্ন ঘিরে রহস্য ঘনিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, মৃতের নাম অসীম পাল। সপ্তাহ কয়েক আগেই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বাস্তুবিষয়ক কর্মকর্তার দায়িত্বে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফোনে কথা বলতে বলতে ভবনের সিঁড়ি দিয়ে চারতলায় চলে যান তিনি। কিছুক্ষণ পর বিকট একটি শব্দ শুনতে পান কর্মীরা।
এরপর রক্তাক্ত অবস্থায় সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখা যায় অসীমকে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তিনি অসাবধানতাবশত পড়ে গিয়েছেন না আত্মহত্যা করেছেন, তা নিয়ে দ্বিধাবিভক্ত সহকর্মীরা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সিঁড়িতে ওঠার সময় অসাবধানতায় পড়ে গিয়েছেন ওই কর্মকর্তা।
তবে দুর্ঘটনার সময় অসীম কার সঙ্গে ফোনে কথা বলছিলেন সেটিও জানার চেষ্টা করা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।