• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

বিশ্বনেতাদের পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০১:৪৭ পিএম
বিশ্বনেতাদের পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে মোদি

বেসরকারি সংস্থা মর্নিং কনসাল্টের এক সমীক্ষায় ৭৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ও ২০২১ সালের নভেম্বরের জরিপেও মোদি এই তালিকায় শীর্ষস্থান অধিকার করেন।

এনডিটিভি জানায়, এবারের সমীক্ষায় মোদির পরে দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। আর তৃতীয় অবস্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালিকায় মোট ২২ জন বিশ্বনেতা স্থান পেয়েছেন।

এদিকে বাইডেনের পরের অবস্থানেই আছেন তার প্রতিবেশী দেশ কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স নামের বেসরকারি সংস্থাটি অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাষ্ট্রের সরকার ও দেশের জনপ্রিয়তা যাচাই করে থাকে।

এই প্ল্যাটফর্মটি নির্বাচন, রাজনীতিবিদ আর ভোটের ব্যাপারেও তথ্য সরবরাহ করে। প্রতিদিন ২০ হাজারের বেশি রাজনীতিবিদের সাক্ষাত্কার গ্রহণ করে মর্নিং কনসাল্ট।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!