• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়া-ইউক্রেনকে সমঝোতার আহ্বান জাতিসংঘের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০১:৪৬ পিএম
রাশিয়া-ইউক্রেনকে সমঝোতার আহ্বান জাতিসংঘের

ইউক্রেনে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি শান্ত করতে বিশ্বনেতাদের কূটনীতি জোরদার করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গুতেরেস বলেন, “এমন বিপর্যয় আর সংঘর্ষের সম্ভাবনা আমরা মেনে নিতে পারি না। এখন সময় উত্তেজনা প্রশমিত করার। এখানে উসকানিমূলক বক্তব্যের কোনো স্থান নেই। জনপ্রতিনিধিদের উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে বিবৃতি দেওয়া উচিত, লোকজনকে উত্তেজিত করার জন্য নয়।”

এর আগে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন গুতেরেস। সাংবাদিকদের তিনি জানান, আগামী দিনগুলোতে তিনি সংকট সমাধানে পুরোপুরি নিযুক্ত থাকবেন। গুতেরেস জোর দিয়ে বলেন, জাতিসংঘের সব সদস্য অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তির ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

এর আগে রুশ হামলার আশঙ্কায় বিভিন্ন দেশ ইউক্রেন থেকে নাগরিক প্রত্যাহারের ঘোষণা দেয়। যদিও জাতিসংঘ জানায়, ইউক্রেনে তাদের দেড় হাজারের বেশি কর্মী থাকলেও তাদের সরিয়ে নেওয়া বা স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!