করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের প্রকোপ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের অনেক দেশ। ইউরোপের পাশাপাশি এশিয়ার অনেক দেশেই বেড়েছে সংক্রমণ।
আর সংক্রমণ ঠেকাতে অনেক দেশেই দেওয়া হচ্ছে টিকা অতিরিক্ত ডোজ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না আর যুক্তরাজ্যের অ্যাস্ট্রোজেনেকা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে ৭০ থেকে ৯০ ভাগ কার্যকর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ওমিক্রনের বিরুদ্ধে রাশিয়ার স্পুটনিক ভি টিকার দুই ডোজ ৭৫ শতাংশ কার্যকর বলে প্রমাণ পেয়েছে দেশটির গবেষকরা। শুধু তাই নয়, প্রথম দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাসের মধ্যে স্পুটনিকের বুস্টার ডোজ নিলে ওমিক্রনের বিরুদ্ধে ১০০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে বলে দাবি করছে রাশিয়া।
মঙ্গলবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও টিকা গবেষণা কেন্দ্র গামালেয়া এমন দাবি জানায়। গামালেয়ার প্রধান অ্যালেকজান্ডার গিন্টসবার্গ বলেন, “ছয় মাসের মধ্যে কেউ স্পুটনিক লাইটের বুস্টার ডোজ নিলে তাঁর দেহে ওমিক্রনের বিরুদ্ধে ১০০ শতাংশ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তবে বুস্টার ডোজ না নিলে আগের ডোজের কার্যকারিতা কমে দাঁড়াবে ৫৬-৫৭ শতাংশে।”
এর আগে আরডিআইএফ এক বিবৃতিতে জানায়, গামালেয়া সেন্টারের গবেষণাগারে দেখা গেছে ওমিক্রনের বিরুদ্ধে উচ্চমাত্রায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে স্পুটনিক ভি টিকা। এটি করোনায় আক্রান্ত হওয়ার পরেও গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমিয়ে দেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।