• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

উত্তর কোরিয়ার সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৩:৫৭ পিএম
উত্তর কোরিয়ার সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। চলতি মাসে এ নিয়ে সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি। বিবিসি জানায়, ২০১৭ সালের পর এটিই তাদের পরীক্ষা করা সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, গত পাঁচ বছরের মধ্যে এতো বড় ক্ষেপণাস্ত্র আর ছোঁড়া হয়নি। উত্তর কোরিয়ার পূর্ব তীর থেকে স্থানীয় সময় সকাল আটটার দিকে এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের দাবি, মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার উঁচুতে উঠে ত্রিশ মিনিটে ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়ে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তবে ক্ষেপণাস্ত্র ও পারমানবিক অস্ত্র পরীক্ষার উপর জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার পরেও এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন।

পশ্চিমা জোট উত্তর কোরিয়াকে অস্থিতিশীল কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানালেও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং আন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিজেদের প্রতিরক্ষার অধিকার হিসেবেই মনে করেন।

জানুয়ারি মাসেই তাই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যস্ত উত্তর কোরিয়া। যদিও দক্ষিণ কোরিয়া বলছে, এসব কার্যক্রম আঞ্চলিক পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে।

Link copied!