• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আবারও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:৪৩ পিএম
আবারও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

দীর্ঘ ৫ পাঁচ বছরের মাথায় ফের নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এক ঘন্টা ওড়ার পর ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় পড়ে। দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ দাবি করছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমধ্যম বিবিসি।

সর্বশেষ ২০১৭ সালে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। প্রায় পাঁচ বছর পর ফের এই নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল দেশটি। তবে  নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে পিয়ং ইয়াং এর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, “উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সিউল। এটি দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।”

জাপানের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় পড়েছে। সমুদ্রে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওড়ে। এটি ৬ হাজার কিলোমিটারের বেশি উঁচ্চতায় উঠেছিল।

এই নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার একশ কিলোমিটারের বেশি দূরে পৌঁছাতে পারে। যা উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

Link copied!