শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৭। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) ভোরে দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্প হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। এরই মধ্যে ওই অঞ্চলসহ একাধিক স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এমনকি নিজেদের উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোদভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’
রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। তবে ভূমিকম্পে হতাহতের বিষয়ে কিছু জানাননি তিনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৮–এর ওপরে। এর উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২৬ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানও উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশিরভাগ অংশে সুনামির সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।
আমেরিকার পশ্চিম উপকূলে সতর্কতা দেওয়া হয়েছে। হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাইওয়ান ও ফিলিপাইনের দ্বীপপুঞ্জেও সতর্কতা জারি করা হয়েছে।