• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

যুক্তরাষ্ট্রে কবে থেকে রোজা শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৭:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রে কবে থেকে রোজা শুরু

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হবে। দেশটির স্থানীয় সময় রোববার (১০) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়, রমজানের প্রথমদিন হবে সোমবার। তারাবির নামাজ শুরু হবে রোববার রাতে।

উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল রমজান ও শাহিওয়ালসহ সব চন্দ্রমাস শুরুর ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে স্বীকৃতি দেয়। তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ যদি খালি চোখে চাঁদ দেখে থাকেন তাহলে সেখানে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

সৌদি আরবসহ আরব বিশ্বের সব দেশ আজ রাতে চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। দেশগুলো সাধারণ জনগণকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

Link copied!