• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

ইয়েমেনে এবার টমাহক ক্রুজ মিসাইল হামলা করল যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ০২:১৪ পিএম
ইয়েমেনে এবার টমাহক ক্রুজ মিসাইল হামলা করল যুক্তরাষ্ট্র
প্রথম হামলার পর এই ছবিটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছবি-সংগৃহীত

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে।

জানা গেছে , তারা হামলার জন্য ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

হুথিদের টিভি চ্যানেল আল মাসিরাহ্ শনিবার সকালে এমন খবর প্রকাশের কয়েক মিনিট পর রাজধানী সানায় আবারো নতুন হামলার খবর আসলো। খবর বিবিসি বাংলার।

একজন কর্মকর্তা এনবিসিকে জানান, লোহিত সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে ওই হামলা করা হয়।

একজন কর্মকর্তা এনবিসিকে বলেছেন, লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল হামলাটি করা হয়েছে।

অন্যদিকে দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি রাডার সাইটকে টার্গেট করেছিলো, যেটি সমুদ্রসীমায় জাহাজ পরিবহনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিলো।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে হুথিদের ত্রিশটির মতো অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর একদিন পরেই আবারো নতুন করে হামলা চালানো হলো। হুথি বিদ্রোহীরা প্রথম হামলার পরেই পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছিলো।

প্রেসিডেন্ট জো বাইডেন আগেই সতর্ক করে বলেছেন, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পণ্য পরিবহনে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র যথাযথ জবাব দেবে।

এদিকে আমেরিকা ও ব্রিটেনের হামলার পর ইয়েমেনের বিভিন্ন এলাকায়  ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ হয়।

তবে হুথিদের টিভি চ্যানেল আল মাসিরাহ্ তাদের এক রিপোর্টে খবর দেয় যে, হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানাকে টার্গেট করা হয়েছে।

আমেরিকান ও ব্রিটিশ শত্রুরা বেশ কয়েকটি হামলার মাধ্যমে রাজধানী সানাকে টার্গেট করেছে, এমন খবর চ্যানেলটি তার সংবাদদাতাকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে এক্স এ পোস্ট করেছে। 

ইরানকে যা বললেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ইরানের প্রতি আহবান জানিয়ে বলেছেন, দেশটি যেন তার সহযোগীদের ক্ষান্ত দিতে বলে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার পর তিনি এ আহবান জানান।

ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাতকারে শ্যাপস সতর্ক করে বলেন, বিশ্ব তেহরানের ওপর ধৈর্য্য হারিয়ে ফেলছে।

আপনাদের অবশ্যই হুথি বিদ্রোহীদের ধরতে হবে। লেবাননের হেজবুল্লাহর মতো যারা আপনাদের হয়ে প্রক্সি দিচ্ছে, কিছু ইরাক ও কিছু সিরিয়ায়, আপনাদের অবশ্যই এসব সংগঠনকে থামাতে হবে।

এদিকে, বড় শিপিং কোম্পানিগুলো তাদের কার্গো জাহাজগুলো লোহিত সাগর এড়িয়ে চলার জন্য রুট পরিবর্তন করছে। লোহিত সাগরে হুথিদের হামলা শুরুর পর এটি এই প্রথম।

ওই অঞ্চলের কিছু ছবিতে গত নভেম্বরে বাণিজ্যিক জাহাজে হুথিদের প্রথম হামলার পর এমন চিত্র দেখা যাচ্ছে। বহু জাহাজ রুট পরিবর্তন করে লম্বা পথ পাড়ি দিয়ে আফ্রিকার কেপ অফ গুড হোপ এলাকা দিয়ে চলাচল শুরু করেছে।

ম্যারিটাইম ট্রাফিক ওয়েবসাইট অনুযায়ী লোহিত সাগরের রুট ধরে তেল ও গ্যাস ট্যাংকার যাতায়াত খুব বেশি কমেনি। যদিও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ইনডিপেন্ডেন্ট ট্যাংকার ওনারস (ইন্টারট্যাংকো) জাহাজগুলোকে সম্ভব হলে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বাইডেন যা বললেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তারা ইরানের সাথে কোন ছায়াযুদ্ধে জড়ায়নি। ইরান আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায় না বলে হোয়াইট হাউজে কর্মরত সাংবাকিদের জানিয়েছেন।

 

Link copied!