• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

চাকরি হারাতে যাচ্ছেন টুইটারের ৩৭০০ কর্মী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০২:৪৬ পিএম
চাকরি হারাতে যাচ্ছেন টুইটারের ৩৭০০ কর্মী

টুইটার কিনে নেওয়ার পরপরেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীসহ আরও দুই নির্বাহীকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। তবে প্রতিষ্ঠানের খরচ বাঁচাতে এবার টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা  হয়, ইলন মাস্ক টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছেন। ফলে তালিকায় আছে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী।

টুইটারে বর্তমানে সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের শুক্রবার (৩ নভেম্বর) চাকরিচ্যুতির ব্যাপারে জানিয়ে দেওয়া হতে পারে। পরিকল্পনা-সংশ্লিষ্টরা এই খবর জানিয়েছেন।

গত ২৮ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পর নানা সংস্কারের পরিকল্পনা করছেন মাস্ক। টেসলার এই প্রধান নির্বাহী এবার টুইটারে আনতে পারেন পেমেন্ট সিস্টেমও। সম্প্রতি ভেরিফায়েড অ্যাকাউন্টের পাশে নীল টিক চিহ্নটির জন্য মাসিক ৮ ডলার চার্জ নেওয়ার প্রস্তাব করেছেন।

টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর মাস্ক নিজেই হয়েছেন বোর্ডের একমাত্র পরিচালক। তিনি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করবেন।

এর আগে মাস্ক টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে তিনি এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। 

Link copied!