• ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ, ১৪৪৪

ভারতকে আরও দুঃসংবাদ দিলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৮:৪৩ এএম
ভারতকে আরও দুঃসংবাদ দিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ভারতে বিনিয়োগ করুক। ভারতে বিনিয়োগের বিষয়টিকে তিনি ভারতের ওপরই ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক ব্যবসায়িক ইভেন্টে তিনি অ্যাপলের শীর্ষ কর্তাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেছেন, কুকের বিষয়ে তার ‘সামান্য অভিযোগ’ রয়েছে। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, আমি তোমার সঙ্গে খুব ভালো আচরণ করছি। তুমি (যুক্তরাষ্ট্রে) ৫০০ বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছ। কিন্তু এখন আমি শুনছি যে তুমি ভারতজুড়ে বিনিয়োগ করছ। আমি চাই না তুমি ভারতে বিনিয়োগ করো। ভারতের ভালো চাইলে তুমি সেখানে বিনিয়োগ করতে পার, কিন্তু বিশ্বের সর্বোচ্চ শুল্কহারগুলোর একটি ভারতে বিদ্যমান, ফলে সেখানে পণ্য বিক্রি করা বেশ কষ্টসাধ্য।’

ভারতে বিদ্যমান উচ্চ শুল্কহারকে কারণ হিসেবে দেখিয়ে অ্যাপলের শীর্ষ কর্তাকে ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন যে, ‘আমি চাই না তুমি ভারতে বিনিয়োগ করো।’

ভারতের বিষয়টি ভারতের ওপরই ছেড়ে দিতে কুকের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বরং চাইছেন টিম কুকের প্রতিষ্ঠান অ্যাপল আরও বেশি করে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করুক। যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসা সম্প্রসারণে মনোনিবেশ করার পরামর্শও দিয়েছেন তিনি কুককে। 

ভারতের দেওয়া প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘তাঁরা (ভারত) আমাদেরকে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যার অর্থ হচ্ছে আমাদের (পণ্যের) ওপর আক্ষরিক অর্থে কোনো শুল্ক আরোপের না করতে তাঁরা রাজি হয়েছে।’ 

কিন্তু তা স্বত্বেও ট্রাম্প চাইছেন অ্যাপলের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো আরও বেশি করে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করুক। এ ক্ষেত্রে অ্যাপল সিইওকে তিনি কড়া ভাষায় স্পষ্ট এক বার্তা দিয়েছেন। কুকের উদ্দেশে তিনি বলেছেন, চীনের বাজারে বড় বিনিয়োগের বিষয়টি তিনি সহ্য করেছেন, কিন্তু ভারতের ক্ষেত্রে তা তিনি করবেন না। ভারতকে নিয়ে চিন্তা না করে টিম কুককে যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়াতে আরও বেশি বিনিয়োগ করতে বলেছেন তিনি।

টিম কুকের প্রতি ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন অ্যাপল তাদের আইফোনের উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে আইফোনের উৎপাদন আরও ত্বরান্বিত করেছে অ্যাপল এবং নতুন করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনাও করেছে আইফোন ও ম্যাকবুকের নির্মাতা প্রতিষ্ঠানটি। 

তথ্যসূত্র: এনডিটিভি

Link copied!