• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫
মৃত্যুর খুব কাছে তারা

পরিচয় শনাক্তে হাতে নাম লিখছে গাজার শিশুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৩:২০ পিএম
পরিচয় শনাক্তে হাতে নাম লিখছে গাজার শিশুরা
মৃত্যুর খুব কাছে তারা, তাই পরিচয় শনাক্তে তালুতে নাম লিখে রাখছে ফিলিস্তিনি শিশুরা।

ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় প্রতিনিয়ত মৃত্যু ভয় তাড়া করছে ফিলিস্তিনি শিশুদের। বৃহস্পতিবার সকালেও ইসরায়েলি বোমার আঘাতে নিহত হয়েছে গাজার ৪০ বেসামরিক মানুষ।
মৃত্যুর পর যাতে পরিচয় হারিয়ে না যায়, তাই হাতের তালুতে নিজেদের নাম লিখে রাখছে গাজার শিশুরা।

প্রতি মূহুর্তে চোখের সামনে একের পর এক প্রিয় মানুষদের হারাতে দেখে সম্মিলিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনিরা।

ইসরায়েল ও হামাসের সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের হামলায় নিহত হয়েছে প্রায় ১৪০০ ইসরায়েলি। 
এদিকে ইসরায়েলের ধারাবাহিক বোমা হামলায় ফিলিস্তিনের গাজা শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দুপক্ষের এই সংঘাত শুরুর ১২তম দিনেও যুদ্ধ বিরতির কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সবধরনের সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

বিধ্বস্ত গাজার বাসিন্দারা এখন তাদের হাতে নিজের নাম লিখতে শুরু করেছে, যেন ধ্বংসাত্মক সংঘাতের ফলে পরিবার বা প্রিয়জন তাদের মরদেহ শনাক্ত করতে পারেন।
সূত্র-ইসলামিক ইনফরমেশন।

 

Link copied!