• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও পুতিনকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৪:৩৮ পিএম
গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও পুতিনকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যেকোনো সময় স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্ষমতাসীন আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস বা এএনসির মহাসচিব ফিকেলে এমবালুলা গতকাল (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে একথা বলেন।

শুক্রবার (২৬ মে) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিকেলে এমবালুলার কাছে জানতে চাওয়া হয়েছিল, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দক্ষিণ আফ্রিকার সরকার পুতিনকে গ্রেপ্তারের বিষয়ে পরোয়ানা বাস্তবায়ন করবে কিনা।

তিনি বলেন, “দলীয় দৃষ্টিকোণ থেকে আমি বলব আমরা প্রেসিডেন্ট পুতিনকে আমাদের দেশে দেখতে চাই, এমনকি পুতিন আগামীকালই আমাদের দেশে আসতে পারেন।”

তিনি জানান, আইসিসির যেসব শর্ত তা থেকে তারা এখনো দূরে রয়েছেন।

তার এমন বক্তব্যের মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, দক্ষিণ আফ্রিকার সরকার পুতিনকে গ্রেপ্তারের ব্যাপারে আগ্রহী নয় এবং এটি তাদের পক্ষে সম্ভব নয়।

এ সময় ব্রিটেন এবং তার পশ্চিমা মিত্ররা বিশেষ করে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গণ-বিধ্বংসী মারণাস্ত্রের নামে ইরাকে যে আগ্রাসন চালিয়েছেন তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এএনসি মহাসচিব।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!