অল্পের জন্য রক্ষা উড়োজাহাজের ১৭৩ আরোহীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:০৪ পিএম
অল্পের জন্য রক্ষা উড়োজাহাজের ১৭৩ আরোহীর
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মায়ামিগামী আমেরিকান এয়ারলাইনসের একটি প্লেনে টেকঅফের সময় হঠাৎ ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। রানওয়েতে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে, প্লেনে থাকা ১৭৩ জন যাত্রীকে জরুরি স্লাইড ব্যবহার করে নামিয়ে আনা হয়। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, এএ-৩০২৩ ফ্লাইটটির বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের প্লেনটির টায়ারে যান্ত্রিক সমস্যার কারণে আগুন লাগে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, যাত্রীদের দ্রুত সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। এক যাত্রীকে সন্তান ও লাগেজ একসঙ্গে নিয়ে নামতে গিয়ে পড়ে যেতে দেখা যায়, যা নিয়ে অনলাইনে সমালোচনা চলছে।

ডেনভার ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে।

এই নিয়ে গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয়বার কোনো উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে মার্চ মাসে আরেকটি ফ্লাইটে আগুন ধরেছিল।

Link copied!