ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:৫২ এএম
ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
ছবি : সংগৃহীত

ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর, মুজাফফরাবাদসহ ছয়টি জায়গায় ভারতের বিমান হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান এসব যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যশ ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার কিছু পরে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এর পরই পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করে বলে, ভারত তাদের আকাশসীমার ভেতর থেকে আক্রমণ চালিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত ২টা ৪৫ মিনিটের দিকে বলেন, ‘দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।’

এরপর রাত ৩টা ৪২ মিনিটের দিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে। গণমাধ্যমটি জানায়, পাকিস্তান বিমান বাহিনী অবন্তীপোরার ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান গুলি করে ভূপাতিত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ভোর ৪টার দিকে বেসমারিক নাগরিকদের নিহতের খবর দেন। তিনি বলেন, ভারতের হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের আম্বালা বিমানঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান। ১০ সেপ্টেম্বর ২০২০

ভারতের রাফাল যুদ্ধবিমান

এর পর ভোর ৫টার পরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার চতুর্থ এবং পঞ্চম ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেন।

আইএসপিআর ডিজি মেজর জেনারেল আহমদ শরিফ চৌধুরি রয়টার্সকে বলেন, ‘আমাদের বাহিনী শত্রুর নগ্ন আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। এলওসি বরাবর শত্রুর কয়েকটি চৌকিও ধ্বংস করা হয়েছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে পালটা হামলায় ভারতের বিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

খাজা আসিফ বলেন, ‘পাকিস্তান আত্মরক্ষামূলক কাজ করেছে। আমাদের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। তারা তাদের ঋণ শোধ করেছে।’

ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হন। এর পর দু দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই সীমান্তে গুলি ছোড়ে দু পক্ষ। বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত পাকিস্তান। এর মধ্যেই শুরু হলো ক্ষেপণাস্ত্র হামলা।

Link copied!