• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৫:০০ পিএম
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
অর্থনীতিতে নোবেলপ্রাপ্ত জোয়েল মোকিয়র, অধ্যাপক ফিলিপ আগিয়োঁ ও অধ্যাপক পিটার হাউইট

২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো।

অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জনকারীরা হলেন- আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়েল মোকিয়র, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ফিলিপ আগিয়োঁ ও আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি অধ্যাপক পিটার হাউইট।

প্রথা অনুযায়ী, অক্টোবরের প্রথম সোমবার হিসেবে গত ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। তাঁরা হলেন– মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। 

এরপর ৭ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থবিজ্ঞানে ২০২৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী– জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম মার্টিনিস। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য তাদের মনোনীত করা হয়।


রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ৮ অক্টোবর। এ বছর যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড রবসন ও আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমর এম. ইয়াঘি। ধাতু-জৈব কাঠামোর উদ্ভাবনের জন্য তাদের মনোনীত করা হয়। 

৯ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মনোমুগ্ধকর এবং দুরদর্শী রচনার জন্য ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই।

১০ অক্টোবর ২০২৫ সালের শান্তি পুরস্কার অর্জনকারী হিসেবে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে কমিটি। ভেনিজুয়েলার সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারের আদায়ে উদ্বুদ্ধ করা এবং ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে দেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার আন্দোলনের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!