• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাজার হাসপাতালে হামলাকারীদের শাস্তি পাওয়া উচিত : মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৫:২৩ পিএম
গাজার হাসপাতালে হামলাকারীদের শাস্তি পাওয়া উচিত : মোদি
ফাইল ফটো

গাজার আল আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। এ নৃশংস হামলার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের শাস্তির দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১৮ অক্টোবর) এক্সে (টুইটার) এক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে মোদি বলেন, “গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

মোদি আরও বলেন, “চলমান সংঘর্ষে বেসামরিক হতাহতের ঘটনা একটি গুরুতর এবং অব্যাহত উদ্বেগের বিষয়। এসব ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি পাওয়া উচিত।”

এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলাকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছিলেন মোদি।

Link copied!