• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঢাকায় চালু হলো জাপানের ভিসা আবেদন কেন্দ্র


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৭:০১ পিএম
ঢাকায় চালু হলো জাপানের ভিসা আবেদন কেন্দ্র
জাপান ভিসা সেবা ঢাকায়। ছবি: প্রতীকী

এখন থেকে ঢাকায় পাওয়া যাবে জাপান ভিসা সেবা। রোববার (৩ নভেম্বর) থেকে কার্যক্রম শুরু করেছে জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভ্যাক)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইতালি দূতাবাসের জন্য ভিসা আবেদন কেন্দ্র পরিচালনাকারী সংস্থা ভিএফএস গ্লোবাল।

বিবৃতিতে ভিএফএস গ্লোবাল জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের জাপান ভিসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাবে। আবেদনকারীরা ঢাকায় অবস্থিত আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে তাদের যাত্রা নির্বিঘ্নে শুরু করতে পারবেন।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আবেদনকারীদের কার্যকর ও সুবিন্যস্ত আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!