• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৫:০৫ পিএম
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

সিনেটর আনোয়ারুল হক কাকারকে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে শনিবার (১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ডন।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন। তারা কাকারকে প্রধানমন্ত্রী করতে একমত হন। এরপর তার নাম ঘোষণা করা হয়।

পিএমওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকারকে নিয়োগের পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ ও বিরোধী নেতা রিয়াজ।

এর আগে শাহবাজ শরীফের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে এক সংবাদ সম্মেলনে রাজা রিয়াজও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আনোয়ারুল হক কাকারই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন।”

রিয়াজ বলেন, “এই নামটি আমিই দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।”

রোববার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন আনোয়ারুল হক কাকার।

Link copied!