• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কানাডায় শিখ নেতা হত্যায় ভারতের হাত রয়েছে, অভিযোগ ট্রুডোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০২:৫৭ পিএম
কানাডায় শিখ নেতা হত্যায় ভারতের হাত রয়েছে, অভিযোগ ট্রুডোর
ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে বলেছেন, কানাডিয়ান শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়, জাস্টিন ট্রুডোর অভিযোগের পর ভারত কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে। এর আগে কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার ঘোষণা দেয়।

গত ১৮ জুন ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় হারদীপ সিং নিজ্জারকে। নিজ্জার প্রকাশ্যে খালিস্তানের পক্ষে প্রচারণা চালাতেন। প্রসঙ্গত, ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি স্বাধীন শিখ আবাসভূমি খালিস্তান তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিখরা। নিজ্জারের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-কানাডার সম্পর্কে বৈরিতা দেখা দেয়।

জাস্টিন ট্রুডো বলেছিলেন, কানাডিয়ান গোয়েন্দারা তার (নিজ্জার) মৃত্যু ও ভারতীয় রাষ্ট্রের মধ্যে সংযোগের ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ অনুসন্ধান করছে।

ভারত দৃঢ়ভাবে ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা একে ‘অযৌক্তিক’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।

ভারত আরও বলেছে, কানাডা দীর্ঘদিন ধরে ‘খালিস্তানি সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের’ আশ্রয় দিয়েছিল, যারা ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

Link copied!