রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে লন্ডন সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
ট্রাম্প-জেলেনস্কির নজিরবিহীন বাগ্বিতণ্ডার পর ইউক্রেনে শান্তি ফেরাতে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা।
পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন।
‘সিকিউর আওয়ার ফিউচার’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে আটটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা সম্মেলন চলে। সেই আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার।
ইউক্রেন যুদ্ধ ও এতে ইউরোপের নিরাপত্তা শঙ্কা প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে রয়েছি। এটা কথা বলার কোনো সময় নয়। স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে কাজ করার এবং পদক্ষেপ নেওয়ার সময় এটা। ইতিহাস আমাদের একটা কথা বলে, ইউরোপের কোথাও যদি সংঘাত চলতে থাকে, তা একদিন সবার দুয়ারে ধাক্কা দেবে।’
এ বিষয়ে আবারও আলোচনার জন্য ইউরোপের নেতারা বৈঠক করবেন জানিয়ে স্টারমার বলেন, এসব পদক্ষেপের গতি অব্যাহত রাখতে ও একটি পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য শিগগিরই আবার বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছেন নেতারা।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্মেলনে যে পরিকল্পনা নেওয়া হলো, তাতে বৈঠকে থাকা অনেক দেশ যুক্ত হতে চায় বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি এটা খুব গুরুত্ব দিয়ে অনুধাবন করি যে কিছু দেশ এগিয়ে না এলে আমরা যে অবস্থানে আছি, সেখানেই থেকে যাব। আমরা এগিয়ে যেতে পারব না। তাই ইউরোপকেই বড় দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসতে হবে।’
রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে ১৬০ কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের দেওয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে। ওই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হবে।
স্টারমার বলেন, ‘ইউরোপকে অবশ্যই বড় দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তবে আমাদের এই মহাদেশে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ ও তা সফল হওয়ার জন্য অবশ্যই যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন থাকতে হবে।’
এখন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো অন্যান্য দেশেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইউরেশিয়া ডেমোক্রেসি ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক পিটার জালমায়েভ। তিনি আল-জাজিরাকে বলেন, ইউরোপ যদি এবার জেগে না ওঠে, তাহলে আর কখনোই জাগবে না।