• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান : রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১০:০৫ এএম
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার জন্য আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। 

সোমবার (৯ অক্টোবর) আরব লিগের প্রধান আহমেদ আবাউল গায়েতের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লাভরভ এসব কথা বলেন।

লাভরভ বলেন, “আলাদা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যা ইসরায়েলের পাশাপাশি টিকে থাকবে—এটাই হচ্ছে সংকট সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান। কেবল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে বলে যাঁরা বলেন, আমরা তাঁদের সঙ্গে একমত নই “

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহত হচ্ছে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজাকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। এসব খবরে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন।’

লাভরভ বলেন, “ইসরায়েল নিয়ে পশ্চিমা বিশ্বের নীতির বিষয়ে রাশিয়ার ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে। তারা বলছে, যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়া উচিত এবং ইসরায়েল সন্ত্রাসীদের ধ্বংস করে দেওয়া উচিত। আগেও এমন করা হয়েছিল। কিন্তু কখনোই পরিস্থিতি শান্ত হয়নি। আসল কথা হচ্ছে, সংঘাতের মূল কারণটির সমাধান দরকার। ফিলিস্তিনি সমস্যা নিয়ে আর দেরি করা ঠিক হবে না।”

Link copied!