• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, আশা বাইডেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১১:৪৩ এএম
সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, আশা বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

আগামী সোমবারের (৪ মার্চ) মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা কাছাকাছি আছি।”

সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিউইয়র্কের একটি আইসক্রিম শপে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানায় আল-জাজিরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এর আগে বলেছিলেন, গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে, তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “মিসর, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে আমরা যে কথোপকথন করেছি, তাতে আমাদের অগ্রগতি হয়েছে।”

গত সপ্তাহে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। পরিবর্তে, এটি নিজস্ব অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব করেছে। 

Link copied!