• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

শিলাবৃষ্টিতে ভেঙে গেছে উড়োজাহাজের ‘নাক’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৯:৩৬ এএম
শিলাবৃষ্টিতে ভেঙে গেছে উড়োজাহাজের ‘নাক’
ছবি: সংগৃহীত

ভারতে তীব্র ধূলিঝড়ের মুখে পড়েছে দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরগামী একটি উড়োজাহাজ। বুধবার (২১ মে) বিকেলের এ ঘটনায় শিলাবৃষ্টিতে উড়োজাহাজটির সামনের অংশ বা ‘নাক’ ভেঙে গেছে। তবে যাত্রীরা নিরাপদে আছেন। নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করেছেন যাত্রীরা। 

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, দিল্লি থেকে শ্রীনগরে যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে এয়ার ইন্ডিগোর একটি উড়োজাহাজ। ৬ই২১৪২ ফ্লাইটটি দিল্লি থেকে যখন রওনা দিয়েছিল, তখন আকাশ পরিষ্কার ছিল। কিন্তু শ্রীনগরে নামার মুখে উড়োজাহাজটি প্রবল শিলাবৃষ্টির মধ্যে পড়ে।

এতে বলা হয়, পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে মাঝ আকাশে বিপজ্জনকভাবে উড়োজাহাজটি দুলছিল। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। এই সময়েই অবতরণের আগে এর ‘নাক’ ভেঙে যায়।


এনডিটিভি জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই উড়োজাহাজ শ্রীনগর বিমানবন্দরে নেমেছে। যাত্রীরা সুরক্ষিত। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভেতরে কীভাবে আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা, ফুটেজে তা স্পষ্ট ধরা পড়েছে। বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।

Link copied!