• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

৭০ বছরের চেষ্টায় ম্যালেরিয়ামুক্ত চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৪৩ পিএম
৭০ বছরের চেষ্টায় ম্যালেরিয়ামুক্ত চীন

প্রথমবারের মতো ৩০ জুন চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসি জানায়, ৭০ বছর চেষ্টায় ম্যালেরিয়া মুক্ত হয়েছে দেশটি।

১৯৪০ সালের দিকে চীনে প্রতি বছর প্রায় ৩ কোটি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হতো। এরপর থেকেই রোগ নির্মূলে সচেষ্ট হতে শুরু করে সরকার। বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে মশার দেহে ম্যালেরিয়া জীবাণু ধ্বংস করে চীন।

এক বিবৃতিতে ম্যালেরিয়া থেকে মুক্তির জন্য চীনের জনগণকে অভিনন্দন জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

সাধারণত যেসব দেশ টানা তিন বছর ম্যালেরিয়ামুক্ত থাকে তাদেরকেই এই স্বীকৃতি দিয়ে থাকে সংস্থাটি। তবে সুস্পষ্ট প্রমাণ এবং সংক্রমণ রোধের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমেই আবেদন করতে হবে।

১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে চীনের এমন সাফল্যে উচ্ছ্বসিত ক্ষমতাসীন রাজনৈতিক দল চায়না কমিউনিস্ট পার্টি (সিসিপি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই স্বীকৃতিকে স্বাগত জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবনযাত্রার উন্নতিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে চীন সরকার।

ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে এই স্বীকৃতি জনস্বাস্থ্য ও জিবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে চীন সরকার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!