• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

২০২২ সালেও করোনামুক্ত হবে না পৃথিবী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০২:১৪ পিএম
২০২২ সালেও করোনামুক্ত হবে না পৃথিবী

করোনা পরিস্থিতির উন্নতি সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মহামারি শেষ হতে আরও এক বছর সময় লাগতে পারে। দরিদ্র দেশগুলো প্রয়োজন অনুযায়ী টিকা না পাওয়ায় ২০২২ সাল পর্যন্ত করোনার প্রাদুর্ভাব থাকতে পারে।

বিশ্বের অন্যান্য মহাদেশে যেখানে ৪০ শতাংশ মানুষের টিকাদান সম্পন্ন হয়েছে, সেখানে আফ্রিকায় শতকরা ৫ ভাগ মানুষ টিকা পেয়েছেন। তাই ডব্লিউএইচও ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. ব্রুস আইলওয়ার্ড বলছেন, ২০২২ সালের শেষ পর্যন্ত বিশ্বকে করোনা সংকট মোকাবেলা করতে হবে।

এর আগে ধনী দেশগুলো টিকা দান না করে মজুত করে রাখায় এই সংকট সৃষ্টি হচ্ছে বলে সতর্ক করে ডব্লিউএইচও। যুক্তরাজ্য দরিদ্র দেশগুলোকে ১০ কোটি টিকাদানের আশ্বাস দিলেও এ পর্যন্ত ১ কোটি ডোজ সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোট এখনো প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে পারেনি।

টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর মাধ্যমে নিম্ন আয়ের দেশগুলোকে অগ্রাধিকার দিয়ে করোনার টিকা সরবরাহ করতে ধনী দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

Link copied!