টিই৬৪৫৪৬৪ - এই আট ডিজিটেই খুলে গেল ভাগ্যের চাকা। দরিদ্র অটোচালক মুহূর্তেই বনে গেলেন কোটিপতি।
১০ দিন আগেই টিই৬৪৫৪৬৪ সিরিয়ালের লটারির টিকেট কিনেন ভারতের কেরালা রাজ্যের অটোচালক জয়পালান পি আর। যদিও তখনও তিনি জানতেন না এই টিকিটেই তার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে।
হিন্দুস্তান টাইমস জানায়, ১০ সেপ্টেম্বর ত্রিপুনীথুরা থেকে কেনা লটারির টিকিটের ড্র হয় রোববার। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল। তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে এই লটারির ড্রতে ১২ কোটি রুপি জিতেন জয়পালান।
কেরালাজুড়ে বিক্রি হওয়া ৫৪ লক্ষ টিকিটের মধ্যে প্রথম পুরস্কার লাভ করেন এই অটোচালক। যদিও লটারির টিকেট বিক্রেতা এজেন্টকে দিতে হবে পাঁচ কোটি রুপি। অর্থাৎ ৭ কোটি রুপির মালিক হচ্ছেন জয়পালান পি আর।
কি ভেবে এই টিকেট কিনেছেন, এমন প্রশ্নে কেরালার মারাডুর বাসিন্দা জয়পালান জানান লটারির টিকেট কেনার সময় কারো পরামর্শ নেননি তিনি। স্রেফ লটারির সংখ্যাটি ভাল লাগায় ঐ টিকিট কাটেন তিনি।