• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়ের কবলে কানাডা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৫:৫৭ পিএম
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়ের কবলে কানাডা

মৌসুমি ঝড়ের কবলে পড়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্য। এ পর্যন্ত ভ্যাঙ্কুভার শহরে একজনের মৃত্যু হয়েছে। এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে আখ্যায়িত করেছেন আবহাওয়াবিদরা।

বিবিসি জানায়, ঝড়ের প্রকোপে ভ্যাঙ্কুভারের আশপাশে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম উপকূলের বেশ কিছু এলাকা। বন্যায় শহরের সঙ্গে সংযোগকারী দুটি সড়ক বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সময় সোমবার আঘাত হানা ঝড়ের হাত থেকে বাঁচতে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। বন্যার কারণে একটি মহাসড়ক ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এখনো অন্তত আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের পরিবহনমন্ত্রী রব ফ্লেমিং সাংবাদিকদের বলেন “এটি এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড়।”

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট জেনেল শোয়েহেট হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকারীরা এখনো ঝড়ের কবলে পড়া গাড়ির সংখ্যা নির্ধারণ করতে পারেনি। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!