খিদে পেলে যদি পড়নের পোশাকটাই খাওয়া যেত। এমন কিছু কি ভেবেছেন কখনো?
এমন অদ্ভুত ভাবনা থেকেই কেরালার গবেষক শিল্পী আনা এলিজাবেথ জর্জ তৈরি করেছেন খাওয়ার উপযোগী এক শাড়ি। এটি দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদেও মিষ্টি।
এক সাক্ষাৎকারে কোল্লামের বাসিন্দা আনা জানান, ছোটবেলায় এক শিল্পীকে খাওয়ার উপযোগী রুমাল বানাতে দেখেই এমন শাড়ি উদ্ভাবনের পরিকল্পনা করেন তিনি।
এরপর একদিন নিজের মায়ের পড়নে কেরালার বিখ্যাত ‘কাসাভু’ শাড়ি দেখে তার আদলে একটি শাড়ি তৈরি করেন তিনি, যেটি একইসঙ্গে পড়া ও খাওয়া সম্ভব।
টাইমস অব ইন্ডিয়া জানায়, কেক তৈরিতে ব্যবহৃত স্টার্চের ওয়েফার কাগজ দিয়ে তৈরি হয়েছে শাড়িটি। ১০০টি ওয়েফার কাগজ দিয়ে সাড়ে পাঁচ মিটারের শাড়িটি বানিয়েছেন আনা। এর ওজন প্রায় দুই কিলোগ্রাম। শাড়িটি তৈরিতে খরচ হয়েছে ৩০ হাজার রুপি।
কেক তৈরির পাশাপাশি ফ্যাশন ডিজাইনিংয়েও পারদর্শী আনা এলিজাবেথ জর্জ।
বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিয়েও গবেষণা করছেন তিনি।