জেরুজালেমের শেখ জারারাহ এলাকায় বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে করা আপিল আবেদন নাকচ করে দিয়েছে ইসরায়েলের আদালত। উল্টো তাদের নিজ ভূখণ্ডে বাড়ি ভাড়া দিয়ে থাকার প্রস্তাব দিয়েছেন বিচারক।
আল-জাজিরা জানায়, ইসরায়েলের আদালত শেখ জারারাহর ফিলিস্তিনি পরিবারগুলোকে ইসরায়েলের মালিকানার স্বীকৃতি দিলে ওই এলাকায় ‘ভাড়াটিয়া’ হিসেবে থাকার সুযোগ দেবে। তবে আদালতের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা।
স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) ইসরায়েলের সুপ্রিম কোর্ট শেখ জাররাহর চার ফিলিস্তিনি পরিবারের আপিল স্থগিত করে। এর আগে নিম্ন আদালত ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য চারটি পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়।
আদালতের রায়ে বলা হয়, ফিলিস্তিনি পরিবারগুলো ১৯৪৮ সালের আগে শেখ জাররাহতে বসতি গড়ে। তবে ইসরায়েল প্রতিষ্ঠার পর জমিগুলো ইহুদিদের মালিকানাধীন হয়ে যায়।
তাই আদালত প্রস্তাব দেন তারা যদি ইসরায়েলের মালিকানা স্বীকার করবে, তাহলে ‘ভাড়াটিয়া’ সেখানে তিন প্রজন্ম পর্যন্ত থাকতে পারবে তারা। যদিও প্রতিবছর একটি নির্দিষ্ট অঙ্কের প্রতীকী ভাড়া গুনতে হবে সবাইকে।
বিচারপতি আইজাক অমিত আদালতের সিদ্ধান্ত পরে প্রকাশ করার কথা বললেও কোনো তারিখ ঘোষণা করেননি।